নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ২৪ নভেম্বর ২০২১
~ আবেদন শেষ : ১৫ ডিসেম্বর, ২০২১
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
~ আবেদন মাধ্যম : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.nstu.edu.bd/)
~ আবেদন ফি : ৬০০ টাকা
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : বলা হয় নি।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ০৯ ডিসেম্বর, ২০২১
ইউনিট ও বিভাগ >>
>> গ্রুপ - A - বিজ্ঞান
১) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
২) এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৩) ইনফরমেশন এন্ড কমিউনিকেশ ইঞ্জিনিয়ারিং
৪) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
৫) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
৬) এপ্লায়েড ম্যাথমেটিক্স
৭) পরিসংখ্যান বিভাগ
জিপিএর শর্ত শিথিল করলো নোবিপ্রবি
>> গ্রুপ - B - বিজ্ঞান
১) ফার্মেসি
২) মাইক্রোবায়োলজি
৩) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি
গ্রুপ - C - বিজ্ঞান
১) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স
২) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স
৩) এনভায়রনমেন্ট সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট
৪) এগ্রিকালচার
৫) ওশানোগ্রাফি বিভাগ
৬) জুয়োলজি বিভাগ
গ্রুপ - D (গ্রুপ পরিবর্তন)
বিজ্ঞান বিভাগ
১) অর্থনীতি বিভাগ
২) বাংলাদেশ এন্ড লিবারেল ওয়ার স্টাডিজ
৩) ইংরেজি বিভাগ
৪) বাংলা বিভাগ
৫) সমাজবিজ্ঞান বিভাগ
৬) সমাজকর্ম বিভাগ
৭) ব্যবসায়ে প্রশাসন বিভাগ
৮) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
৯) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
১০) শিক্ষা বিভাগ
১১) শিক্ষা প্রশাসন বিভাগ
১২) আইন বিভাগ
১৩) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
মানবিক বিভাগ
১) ব্যবসায়ে প্রশাসন বিভাগ
২) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
৩) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
৪) পরিসংখ্যান বিভাগ
ব্যবসায় শিক্ষা বিভাগ
১) অর্থনীতি বিভাগ
২) বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ
৩) ইংরেজি বিভাগ
৪) বাংলা বিভাগ
৫) সমাজবিজ্ঞান বিভাগ
৬) সমাজকর্ম বিভাগ
৭) শিক্ষা বিভাগ
৮) শিক্ষা প্রশাসন বিভাগ
৯) আইন বিভাগ
১০) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
১১) পরিসংখ্যান বিভাগ।
গ্রুপ - E - মানবিক
১) অর্থনীতি বিভাগ
২) বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ
৩) ইংরেজি বিভাগ
৪) বাংলা বিভাগ
৫) সমাজবিজ্ঞান বিভাগ
৬) সমাজকর্ম বিভাগ
৭) শিক্ষা বিভাগ
৮) শিক্ষা প্রশাসন বিভাগ
৯) আইন বিভাগ
১০) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
গ্রুপ - F - ব্যবসায় শিক্ষা
১) ব্যবসায় প্রশাসন
২) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
৩) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
নম্বর বন্টন ও ফলাফল প্রক্রিয়া >>
১। শুধুমাত্র GST-ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
২। নোবিপ্রবিতে ভর্তির ক্ষেত্রে মোট ১৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ নম্বর গুচ্ছ পরীক্ষা থেকে আসবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ৫০ নাম্বার করা হয়েছে। এসএসসি রেজাল্টকে ৬ দ্বারা গুন অর্থাৎ ৩০ নাম্বার, এইচএসসি রেজাল্টকে ৪ দ্বারা গুন অর্থাৎ ২০ নাম্বার।
৩। ইউনিট ভিত্তিক আলাদা মেধাতালিকা হবে।
বিস্তারিত আসছে..
> নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়