জিপিএর শর্ত শিথিল করলো নোবিপ্রবি | TmA

 



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে। গত সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর শর্ত নিয়ে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার জিপিএর শর্ত শিথিল করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি



গত সপ্তাহে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, নোবিপ্রবিতে ভর্তির ক্ষেত্রে মোট ২০০ নম্বর মূল্যায়ন প্রক্রিয়া রাখা হয়েছে। এর মধ্যে ১০০ নম্বর আসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে। বাকি ১০০ নম্বর নির্ধারণ করা হয় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র উপর। এইচএসসিতে অটোপাশের কারণে গেল বছর অনেক শিক্ষার্থীই কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে নি। তাই জিপিএ থেকে এত নাম্বার মূল্যায়ন প্রক্রিয়ায় রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলালো নোবিপ্রবি প্রশাসন। 


সকল বিশ্ববিদ্যালয় ভর্তি (২০২০-২১) সর্বশেষ আপডেট


বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানিয়েছেন,  এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ১০০ থেকে কমিয়ে ৫০ নাম্বার করা হয়েছে। এসএসসি রেজাল্টকে ৬ দ্বারা গুন অর্থাৎ ৩০ নাম্বার, এইচএসসি রেজাল্টকে ৪ দ্বারা গুন অর্থাৎ ২০ নাম্বারের মাধ্যমে ভর্তির মেধাতালিকা প্রণয়ন করা হবে। 


নোবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে। 



    


পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায় 

৫। সেকেন্ড টাইম থাকছে না গুচ্ছতে?

৬। বিশ্ববিদ্যালয় ভর্তি : কোথায় কত কোটা? 

৭। গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি পছন্দের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে?