ঢাবিতে সেকেন্ড টাইম সুযোগ নিয়ে কী বলছে প্রশাসন? | TmA

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাবি প্রশাসন। 


ঢাবির বর্তমান নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রথমবার যারা পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছিলো, তারা ভালো বিষয় পাওয়ার আশায় দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দিতে আসে। এতে আগের ভর্তি হওয়া সিট বা আসন খালি হয়ে যায়। যার ফলে বিশ্ববিদ্যালয়ের এবং সর্বোপরি সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। এছাড়া সেকেন্ড টাইম রাখলে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ বঞ্চিত হয়।


জন্মদিন পালন হারাম?


এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অনেক গবেষণা করে ২০১৪ সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়েছে। অনেকগুলো যৌক্তিক কারণে সেসময় এটি বন্ধ করা হয়। তাই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই।


ঢাবি কর্তৃপক্ষ বলছে, দ্বুিতীয়বার ভর্তির সুযোগ নিয়ে প্রতি বছরই তারা শিক্ষার্থীদের কাছ থেকে অসংখ্য অনুরোধ পান। কিন্তু বৃহত্তর স্বার্থ বিবেচনায় এই সুযোগ পুর্নবহাল করা সম্ভব নয় বলেই মত তাদের। 



পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়