২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের ফলাফল আজ শনিবার প্রকাশিত হয়েছে ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এ-২ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যায় ভর্তি আবেদনের ফলাফল প্রকাশিত হলো। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলের কোনো নম্বর যোগ হয় নি। তারপর ভর্তির তারিখ নির্ধারণ করা হবে খুব শীঘ্রই। ভর্তির দিন মেধাক্রম ও সিট খালি থাকা সাপেক্ষে বিভাগ পছন্দের শর্ত পূরণে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী বিভাগ নির্ধারণ করতে পারবে।
এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। এতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ২৩৭টি। ‘এ-১’ ইউনিটে আবেদন পড়েছে ১৪ হাজার ২৬৫টি, ‘এ-২’ ইউনিটে ৫৩৫টি এবং ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ১৫ হাজার ৪৩৬টি। শাবিপ্রবিতে মোট আসনসংখ্যা ১ হাজার ৮৭টি।
ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-
- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম।
- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।
- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। মূল কপি ও ফটোকপি।
- কলেজের প্রশংসাপত্র মূল ও ফটোকপি।
- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
- ভর্তি ফি
মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে https://www.sust.edu/admissionএখানে।