২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মেধাতালিকায় স্থান প্রাপ্তদের আগামী ৬ ই ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে চয়েজ ফরম পূরণ করতে হবে। পরদিনই চয়েজ ফরমের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত যবিপ্রবির ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তির জন্য ১৭ হাজার টাকা সঙ্গে আনতে হবে।
এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৩০টি আসনের বিপরীতে ৫২ হাজার ৬৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৫৫ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাতটি বিভাগের ২৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫৬৬ জন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের ১৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৪৮৭ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের চারটি বিভাগের ১৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৫৮ জন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের দুটি বিভাগের ৪০টি আসনের বিপরীতে ২ হাজার ৪ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ৪০টি আসনের বিপরীতে ৫ হাজার ৩৬২ জন, বিজ্ঞান অনুষদের তিনটি বিভাগের ১২০টি আসনের বিপরীতে ৬ হাজার ৩৩২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি ১৭০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৩১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-
- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদন ফরম।
- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।
- সাবজেক্ট সিলেকশন ফরম।
- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ১০ কপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র।
- কলেজের প্রশংসাপত্র ফটোকপি।
- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
- ভর্তি ফি (ফি সম্পর্কিত আপডেট)
মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে https://admission.just.edu.bd এখানে।