পাবিপ্রবির মেধাতালিকা দেখা যাবে যেভাবে | TmA

 



২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের ফলাফল আজ রবিবার প্রকাশিত হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,   এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী র‍্যাঙ্ক প্রকাশ করা হয়েছে।


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি


এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলের কোনো নম্বর যোগ করা হয়। ২৮ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারি পর্যন্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।  ভর্তির তারিখ নির্ধারণ করা হবে খুব শীঘ্রই। ভর্তির দিন মেধাক্রম ও সিট খালি থাকা সাপেক্ষে বিভাগ পছন্দের শর্ত পূরণে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী বিভাগ নির্ধারণ কর‍তে পারবে।


ঢাবিতে সেকেন্ড টাইম সুযোগ নিয়ে কী বলছে প্রশাসন? 


এর আগে, গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। 


ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-

- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম।

- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।

- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি।

- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। মূল কপি ও ফটোকপি। 

- কলেজের প্রশংসাপত্র মূল ও ফটোকপি।

- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।

- ভর্তি ফি


মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে pust.ac.bd এখানে।