জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি | JnU Admission 2021 | TmA

 



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই লেখায় বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো উল্লেখ করা হলো- 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ এই লিন্কে 

 

টাইমলাইন >> 


~ আবেদন শুরু : ১৫ নভেম্বর ২০২১

~ আবেদন শেষ : ৩০ নভেম্বর ২০২১ (আবেদনের সময় বৃদ্ধি বিষয়ক নোটিশ)

~ আবেদন ফি : ৬০০ টাকা + সার্ভিস চার্জ

~ আবেদন ফি প্রদানের মাধ্যম : সিউরক্যাশ, রকেট, নগদ, টেলিটক৷ 

~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ২৫ নভেম্বর, ২০২১

~ আবেদন মাধ্যম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd

~ ফলাফল : ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে । 


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি



ইউনিট >>

ইউনিট-A ( বিজ্ঞান)
ইউনিট-B (মানবিক, বিজ্ঞান, বাণিজ্য)
ইউনিট-C (বাণিজ্য, বিজ্ঞান)
চারুকলা, সঙ্গীত (সকল শাখা)
নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ (সকল শাখা)


আসন সংখ্যা >>

ইউনিট-A  :

পদার্থবিজ্ঞান-৮০টি,
রসায়ন-৮০টি,
গণিত-৮০টি,
পরিসংখ্যান-৮০টি,
প্রাণিবিদ্যা-৮০টি,
উদ্ভিদবিজ্ঞান-৮০টি,
ভূগােল ও পরিবেশ-৮০টি,
মনােবিজ্ঞান-৮০টি,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-৫০টি, অণুজীব বিজ্ঞান-৪০টি,
ফার্মেসী-৩৫টি,
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান-৩০টি,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ােটেকনােলজি-৩০টি।

মােট আসন সংখ্যা-৮২৫টি।


বিশ্ববিদ্যালয় ভর্তি : কোথায় কত কোটা? 

ইউনিট-B :

বাংলা-৮০টি,
ইংরেজি-৮০টি,
ইতিহাস-৮০টি,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-৮০টি,
ইসলামিক স্টাডিজ-৮০টি,
দর্শন-৮০টি,
আইন ৮০টি,
ভূমি ব্যবস্থাপনা ও আইন – ৬০টি,
এডুকেশন (আই.ই.আর.)- ৫০টি,
ইংলিশ ল্যাংগুয়েজ (আই.এম.এল.)- ৪০টি,
অর্থনীতি-৮০টি,
রাষ্ট্রবিজ্ঞান- ৮০টি,
সমাজবিজ্ঞান-৮০টি,
সমাজকর্ম-৮০টি,
নৃবিজ্ঞান-৮০টি,
গণযােগাযােগ ও সাংবাদিকতা-৮০টি,
লােক প্রশাসন-৮০টি।

মােট আসন সংখ্যা-১২৭০টি।


সকল বিশ্ববিদ্যালয় ভর্তি (২০২০-২১) সর্বশেষ আপডেট


ইউনিট-C :

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্-১৬০টি, ম্যানেজমেন্ট স্টাডিজ-১৬০টি,
মার্কেটিং-১০০টি,
ফিন্যান্স-১০০টি।

মােট আসন সংখ্যা-৫২০টি।

বিশেষায়িত বিভাগ :

সংগীত-৪০টি,
চারুকলা-৪০টি,
নাট্যকলা-৪০টি,
ফিল্ম এন্ড টেলিভিশন-৩০টি।
মােট আসন সংখ্যা-১৫০টি।

সর্বমােট আসন সংখ্যা= ২৭৬৫ টি।


আবেদন যোগ্যতা >>

~ গুচ্ছ ভর্তির ফলাফল।

~  এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ।

~  বিভাগওয়ারী কোনো শর্ত নেই।


যবিপ্রবির একটি বিভাগে ভর্তি পরীক্ষা 

 

~ ইউনিট-A ( বিজ্ঞান) :  বিজ্ঞান শাখায় ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৮ থাকতে হবে।

~ ইউনিট-B (মানবিক, বিজ্ঞান, বাণিজ্য) : মানবিক শাখায় আবেদনে অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ-৭ ।

~ ইউনিট-C (বাণিজ্য, বিজ্ঞান) :  বাণিজ্য শাখার জন্য অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৭.৫ থাকতে হবে শিক্ষার্থীদের।

~ চারুকলা, সঙ্গীত (সকল শাখা) : সকল শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকা এই ইউনিটে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৬.৫ থাকতে হবে।

~ নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ (সকল শাখা) :  সকল শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকা এই ইউনিটে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৭ থাকতে হবে। (ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা রয়েছে)।


ফলাফল প্রক্রিয়া >>

গুচ্ছ পরীক্ষা থেকে ১০০ নম্বর,  এসএসসি ও এইচএসসি থেকে ২০ শতাংশ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরে ফলাফল প্রক্রিয়া সম্পন্ন হবে। ইউনিট ভিত্তিক আলাদা মেধাতালিকা হবে।


> বিস্তারিত জানতে TmA Library এর এই PDF টি ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়ুন।

> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও www.facebook.com/tmabd2021


এই লেখাগুলো মিস করবেন না যেন! 

চালু হলো ফ্রি ফেসবুক, যেভাবে একটিভ করবেন 

মলনুপিরাভির : কোভিড চিকিৎসায় প্রথম খাওয়ার ট্যাবলেট 

একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়

স্তন ক্যান্সার : লজ্জাই ঠেলে দিচ্ছে ভয়াবহতায়?




tags: tma,tmabd,jnu admission 2021,জবি ভর্তি বিজ্ঞপ্তি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি,Jagannath University admission,Jagannath admission circular,gst admission circular 2020-21,jnu admission circular 2020-21 pdf,