২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের সকল ফলাফল প্রকাশিত হয়েছে। ক, গ এবং ঘ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে আজ। খ ইউনিটের ফল প্রকাশ করা হয় ৯ ডিসেম্বর ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি। আগামীকালের মধ্যে ভর্তি পরীক্ষার মেধা তালিকা শিক্ষার্থীদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এরপর শিক্ষার্থীরা অনলাইনে বিষয় ভিত্তিক পছন্দ দিতে পারবে। ক, ঘ ইউনিটের ভর্তি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০ ডিসেম্বর থেকে।
| ঢাবিতে সেকেন্ড টাইম সুযোগ নিয়ে কী বলছে প্রশাসন?
রেজিস্ট্রার আরও বলেন, খ ও গ ইউনিটের ভর্তি শুরু আগামী ১৯ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে।
ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-
- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম।
- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।
- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। মূল কপি ও ফটোকপি।
- কলেজের প্রশংসাপত্র মূল ও ফটোকপি।
- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
- ভর্তি ফি (ফি সম্পর্কিত আপডেট)
মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে ku.ac.bd এখানে।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়