বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা দেখা যাবে যেভাবে | TmA

  


২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের মেধাতালিকা প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে । 


বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তির আবেদন পড়েছে ৩৮ হাজার ১৬০ ভর্তিচ্ছু শিক্ষার্থীর। প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্যে প্রতিদ্বন্দ্বী করছে ২৮ জন শিক্ষার্থী।




বিশ্ববিদ্যালয়টিতে মোট ১ হাজার ৪৪০টি সিটের বিপরীতে আলাদা করে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ২২ হাজার ১৬১টি, মানবিক ইউনিটে ৯ হাজার ৭৫৬টি ও ব্যবসায়িক ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ২৪৩টি।


| ঢাবিতে সেকেন্ড টাইম সুযোগ নিয়ে কী বলছে প্রশাসন? 



ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে- 


- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদন ফরম। 


- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র। 


- সাবজেক্ট সিলেকশন ফরম।


- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ১০ কপি।


- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। 


- কলেজের প্রশংসাপত্র ফটোকপি। 


- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি। 


- ভর্তি ফি  (ফি সম্পর্কিত আপডেট)


মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে https://admission.bu.ac.bd এখানে।