২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের ফলাফল প্রকাশিত হবে আজ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ ডিসেম্বর ভর্তি জন্য মনোনীত তালিকা প্রকাশ হবে। ১ম মেধাতালিকায় ভর্তি শুরু হবে ১০ থেকে ১৪ ডিসেম্বর। কাগজ ও সনদপত্র জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকা থেকে ২০ থেকে ২৩ ডিসেম্বর ভর্তি করানো হবে। কাগজ ও সনদপত্র জমা দেওয়া যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধাতালিকা থেকে ভর্তি করানো হবে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর। কাগজ ও সনদপত্র জমা দেওয়া যাবে ২ জানুয়ারি পর্যন্ত।
অটো মাইগ্রেশন অফ করার জন্য ডিন অফিসে যেতে হবে।
মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ১০ জানুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি ফল প্রকাশ করা হবে। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ভর্তি করানো হবে।
ভর্তি ফি বিজ্ঞান বিভাগের জন্য ১২ হাজার ৪০০ টাকা। মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ১০ হাজার ৪০০ টাকা।
ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-
- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম।
- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।
- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। মূল কপি ও ফটোকপি।
- কলেজের প্রশংসাপত্র মূল ও ফটোকপি।
- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।
- ভর্তি ফি (ফি সম্পর্কিত আপডেট)
মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে https://admission.jnu.ac.bd এখানে।